কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধানে জেলা সমাজ সেবার সার্বিক সহযোগিতায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কারাবন্দী মায়েদের সাথে থাকা শিশুদের হাতে ঈদ বস্ত্র তুলে দেন জেলা কারাগার।
বুধবার সকালে কক্সবাজার জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট, মুহম্মদ শাহীন ইমরান এসব ঈদ বস্ত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার কারাগারের জেল সুপার মো. শাহ আলম খান, জেলার শওকত হোসেন মিয়া, ডেপুটি জেলার মো. আব্দুস সোবহান প্রমুখ।
জেল সুপার মো. শাহ আলম খান জানান, জেলা সমাজ সেবার সার্বিক সহযোগিতায় কারাবন্দী মায়েদের সাথে থাকা ৩১ শিশুদের হাতে ঈদ বস্ত্র তুলে দেয়া হয়। ওই শিশুরা নতুন কাপড় পেয়ে মহাখুশি।
গতকাল জামিনেমুক্ত কয়েকজন জানান, শুধু ঈদের আগের শিশুদের নতুর কাপড় নয়, পুরো রমজানজুড়েই জেল সুপারের তত্ববধানে উন্নতমানের ইফতারি, সেহেরি সরবরাহ করা হয়েছে বন্ধীদের মাঝে।
ঈদের দিনেও বন্ধীদের মাঝে উন্নতমানের খাবার সরবরাহের প্রস্তুতি চলছে বলে জানান জেল সুপার মো. শাহ আলম খান।